বুধবার ২৩ এপ্রিল ২০২৫

সম্পূর্ণ খবর

বিদেশ | ফ্রান্সিসের প্রয়াণের পর নতুন পোপ বাছাই করতে ভোট দেবেন চার জন ভারতীয় কার্ডিনাল! কারা তাঁরা?

AD | ২১ এপ্রিল ২০২৫ ২০ : ৪৩Abhijit Das


আজকাল ওয়েবডেস্ক: পোপ ফ্রান্সিসের ৮৮ বছর বয়সে মৃত্যুর পর চারজন ভারতীয় কার্ডিনাল নতুন পোপের পক্ষে ভোট দেবেন। ভ্যাটিকান সোমবার ঘোষণা করেছে, রোমান ক্যাথলিক চার্চের নেতৃত্বদানকারী প্রথম লাতিন আমেরিকান পোপ ফ্রান্সিস কাসা সান্তা মার্টায় তাঁর বাসভবনে প্রয়াত হয়েছেন।

গত কয়েক মাসে পোপের স্বাস্থ্যের অবনতি হওয়ায় তাঁকে একাধিকবার হাসপাতালে ভর্তি করা হয়েছিল। ব্রঙ্কাইটিসের চিকিৎসার জন্য তাঁকে ১৪ ফেব্রুয়ারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে ভ্যাটিকান নিউমোনিয়া রোগের কথা জানায়। সঙ্গে এও জানায় রক্তাল্পতার কারণে তাঁকে রক্ত ​​দেওয়া হয়েছে।

পোপের মৃত্যুর পর ভ্যাটিকান একটি পোপ সম্মেলন আহ্বান করে। যেখানে কলেজ অফ কার্ডিনালরা চার্চের পরবর্তী প্রধান নির্বাচন করার জন্য একত্রিত হন। ২২ জানুয়ারী ২০২৫ তারিখের কনক্লেভের নিয়ম অনুসারে, ২৫২ জন কার্ডিনালের মধ্যে ১৩৮ জন নির্বাচক রয়েছেন।

সিস্টিন চ্যাপেলে শুধুমাত্র ৮০ বছরের কম বয়সীরা গোপন ব্যালটে অংশ নিতে পারবেন। প্রায় ১২০ জন তাঁদের নির্বাচিত প্রার্থীর পক্ষে গোপনে ভোট দেবেন, একটি ব্যালটে তাদের নাম লিখে বেদির উপরে একটি পাত্রে রাখবেন। যদি কোনও প্রার্থী প্রয়োজনীয় দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা না পান, তাহলে আরেকটি দফা ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। প্রতিদিন সর্বোচ্চ চার দফা ভোটগ্রহণ হতে পারে।

ভারতে বর্তমানে ছয়জন কার্ডিনাল আছেন, যাদের একজনের বয়স ৮০, একজনের ৭৯ এবং বাকিরা ৮০ বছরের কম। নতুন পোপের জন্য ভোট দেবেন কার্ডিনালরা হলেন- কার্ডিনাল ফিলিপ নেরি ফেরো (৭২), কার্ডিনাল ক্লেমিস বাসেলিওস (৬৪), কার্ডিনাল অ্যান্থনি পুলা (৬৩) এবং কার্ডিনাল জর্জ জ্যাকব কুভাকাদ (৫১)।

কার্ডিনাল ফিলিপে নেরি ফেরো: তিনি গোয়া ও দমনের আর্চবিশপ। ইস্ট ইন্ডিজের সপ্তম প্রজন্ম যিনি পরিবার পরিচর্যা, আন্তঃধর্মীয় সংলাপ এবং সামাজিক ন্যায়বিচার, বিশেষ করে অভিবাসী এবং জলবায়ু পরিবর্তনের উপর মনোনিবেশ করেছেন। তিনি ২৮ অক্টোবর ১৯৭৯ সালে পুরোহিত, ১০ এপ্রিল ১৯৯৪ সালে এপিস্কোপেট এবং ২৭ আগস্ট ২০২২ সালে কলেজ অফ কার্ডিনালসে উন্নীত হন।

কার্ডিনাল ক্লেমিস বাসেলিওস: জন্মের সময় নাম ছিল আইজ্যাক থোট্টুমকাল। তিনি বর্তমানে সাইরো-মালাঙ্কারা ক্যাথলিক চার্চের মেজর আর্চবিশপ-ক্যাথলিক এবং ত্রিভান্দ্রমের মেজর আর্চবিশপ হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ১১ জুন ১৯৮৬ সালে পুরোহিত, ১৫ আগস্ট ২০০১ সালে এপিস্কোপেট এবং ২৪ নভেম্বর ২০১২ সালে কলেজ অফ কার্ডিনালসে উন্নীত হন।

কার্ডিনাল অ্যান্থনি পুলা: তিনি একজন ভারতীয় প্রিলেট যিনি শিশুদের দারিদ্র্য থেকে মুক্তির জন্য নিবেদিতপ্রাণ এবং কার্ডিনাল কলেজে তাঁর পদোন্নতি বর্ণ ব্যবস্থার বৈষম্য দূর করার দিকে একটি পদক্ষেপ হিসেবে দেখা হয়েছে। তিনি ভারতের প্রথম দলিত কার্ডিনাল।

কার্ডিনাল জর্জ জ্যাকব কুভাকাদ: একজন প্রশিক্ষিত ভ্যাটিকান কূটনীতিক এবং কেরলের সিরো মালাবার আর্চবিশপ। ২০২১ থেকে ২০২৫ সালের জানুয়ারিতে আন্তঃধর্মীয় সংলাপের জন্য ডিকাস্ট্রির প্রিফেক্ট হিসেবে নিযুক্ত হওয়ার আগে পর্যন্ত পোপ ফ্রান্সিসের আন্তর্জাতিক ভ্রমণের আয়োজন করেছিলেন। তিনি ২৪ জুলাই ২০০৪ সালে পুরোহিত, ২৪ নভেম্বর ২০২৪ সালে এপিস্কোপেট এবং ৭ ডিসেম্বর ২০২৪ সালে কলেজ অফ কার্ডিনালসে উন্নীত হন।

এছাড়াও আরও দু'জন ভারতীয় কার্ডিনাল রয়েছেন। তাঁরা হলেন-

কার্ডিনাল অসওয়াল্ড গ্রাসিয়াস (৮০): ১৯৭০ সালের ২০ ডিসেম্বর বম্বের আর্চবিশপ পুরোহিত হিসেবে নিযুক্ত হন। তিনি পন্টিফিকাল আরবানিয়ানা বিশ্ববিদ্যালয় থেকে ক্যানন আইনে ডক্টরেট এবং পন্টিফিকাল গ্রেগরিয়ান বিশ্ববিদ্যালয় থেকে আইনশাস্ত্রে ডিপ্লোমা অর্জন করেন। ১৯৯৭ সালের ১৬ সেপ্টেম্বর তিনি এপিস্কোপেটে নিযুক্ত হন এবং ২০০৭ সালের ২৪ নভেম্বর কলেজ অফ কার্ডিনালসে উন্নীত হন।

কার্ডিনাল জর্জ আলেনচেরি (৭৯): তিনি ভারতের সিরো-মালাবারসের এর্নাকুলাম-আঙ্গামালহির মেজর আর্চবিশপ এমেরিটাস। তিনি ১৮ ডিসেম্বর ১৯৭২ সালে পুরোহিত এবং ২ ফেব্রুয়ারি ১৯৯৭ সালে এপিস্কোপেটে নিযুক্ত হন। ১৮ ফেব্রুয়ারি ২০১২ সালে তিনি কার্ডিনাল কলেজে উন্নীত হন। তবে, ১৯ এপ্রিল ২০২৫ সালের পর যখন তিনি ৮০ বছর বয়সে পরিণত হবেন, তখন তিনি তাঁর ভোটাধিকার হারাবেন।


Pope Francis DeathPope FrancisCardinalVatican City

নানান খবর

নানান খবর

বিড়াল কেন বাড়িতে মরা প্রাণী শিকার করে নিয়ে আসে, কারণ জানলে আকাশ থেকে পড়বেন

বরফের মাঝে কালো গর্ত, অশনি সঙ্কেত দিল নাসা

পৃথিবীতে কমছে কার্বন ডাই-অক্সাইড, নেপথ্যে রয়েছে কোন শক্তি জানলে অবাক হবেন

মঙ্গলবার বিশ্ব ধরিত্রী দিবস, পৃথিবীকে রক্ষার সচেতনতায় বরাদ্দ একটি দিন

পোপ ফ্রান্সিসের উত্তরসূরি কে? তালিকায় ইতালি-ফ্রান্স-আমেরিকার ১৫ কার্ডিনাল! জানুন পরিচয়

আরও মারাত্মক বোমা তৈরি করল চীন! যুদ্ধে পারমাণবিক অস্ত্রের প্রয়োজন নাও হতে পারে

মার্কিন মুলুকে নির্বাচন কমিশনকে ‘কমপ্রোমাইজড’ বললেন রাহুল গান্ধী, বিজেপির পালটা তোপ

তাপমাত্রা ৫৭ ডিগ্রি! দুনিয়ার সবচেয়ে উষ্ণতম স্থান, জানেন কোথায় অবস্থিত?

৮৮ বছর বয়সে প্রয়াত পোপ ফ্রান্সিস, ঘোষণা ভ্যাটিকানের

কানাডায় মন্দির ও গুরুদ্বারায় খালিস্তানি গ্রাফিতি, নিন্দায় মুখর বিভিন্ন সংগঠন

লাল নয়, কোকা-কোলার বোতলে কেন হলুদ ছিপি? কারণ জানলে চমকাবেন

মঙ্গলে ‘সোনার খনি’! অবাক হল নাসার বিজ্ঞানীরা

‘বাবার অঙ্গপ্রত্যঙ্গ এলিয়েনরা নিয়ে গিয়েছে’, বৃদ্ধকে নৃশংস খুন করে ঘরে ফেলে রাখল ছেলে

২০২ বছরের জলের দানবের হদিস পেল ১১ বছরের একটি মেয়ে, তারপর..

কুলভূষণ যাদবের আপিলের অধিকার নিয়ে পাকিস্তানে নতুন বিতর্ক

সোশ্যাল মিডিয়া